Help for the Humanity is a charitable organization that has been transforming lives since its establishment in September 2018. Founded in Jamalpur Union, under Kaliganj Police Station in the Gazipur District of Bangladesh, the organization aims to uplift the underprivileged by addressing their essential needs.
The core mission of Help for the Humanity is to provide support to those in need through food assistance, education, access to medicine, and healthcare services. The organization also focuses on sustainable poverty alleviation initiatives, enabling individuals and communities to break free from the cycle of hardship.
Since its inception, Help for the Humanity has been a beacon of hope for countless families. Their dedication to ensuring basic necessities and empowering people through education and health has made a lasting impact in the region. With unwavering commitment and community support, the organization continues its journey to create a better future for all.
Help for the Humanity exemplifies the power of compassion and collective action, proving that together, we can make a meaningful difference.
------------------------------------
“Help For The Humanity” একটি অলাভজনক সেবা মূলক সংগঠন। সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে “সবাই মিলে একসাথে মিলে মিশে সবার পাশে” স্লোগানে তাদের যাত্রা শুরু করে। একঝাক তরুন প্রজন্ম তাদের নিজেদের উদ্দ্যোগে সেবা মূলক সংগঠনটি চালিয়ে নিয়ে যাচ্ছে। একটি সেবা মূলক সংগঠন হওয়ার কারনে এর সাথে যুক্ত সকল ব্যাক্তিবর্গ অত্যন্ত দ্বায়িত্বশীলতার সাথে সেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদার মাধ্যমে উত্তোলন কৃত টাকায় তারা তাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে।
“Help For The Humanity” সংগঠনটি মূলত ৩টি প্রধান বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এগুলো হলোঃ ১। Food - Education বা খাদ্য ও শিক্ষা, ২। Health Treatment বা স্বাস্থ্য সুরক্ষা এবং ৩। Poverty Alleviation বা দারিদ্র বিমোচন।
সংগঠন ইতিমধ্যে অনেকগুলো সেবা মূলক কার্য্যক্রম সফল ভাবে সম্পন্ন করেছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে শীত বস্র বিতরন, মেধাবী দরিদ্য ছাত্র-ছাত্রীকে আর্থিক ভাবে সহায়তা করা, স্বাস্থ্য সেবা চালু করা, এবং প্রতিবছর ঈদকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের জন্য ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা। সামনে আরো নতুন নতুন কিছু সেবা মূলক কার্যক্রম হাতে নিয়েছে। সেবা মূলক কার্যক্রমে অনেকেই সাড়া দিয়েছে। সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলা এবং সবাইকে সাথে নিয়ে ভালো ভাবে থাকা এই নীতিতেই সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করে যাচ্ছে। সেবা মূলক সংগঠনটিতে রাজনৈতিক কোন কর্মকান্ডের সাথে যুক্ত নয়। সংগঠনটির তাদের সদস্যদের মতামতের উপর ভিত্তি করে যে কোন সিদ্ধান্ত গ্রহন বা বর্জন করে থাকে।
“সবাই মিলে একসাথে মিলে মিশে সবার পাশে”